টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম হলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২, ০৯:৫৯ রাত | অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে এক কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, টিসিবির পণ্য বিক্রিতে আমরা শতকরা ৯৯ ভাগ সফল হয়েছি। এক শতাংশ যদি অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৮ টাকার বেশি কোথাও বিক্রি হচ্ছে না। ট্যারিফসহ অন্যান্য ট্যাক্স কমানোর ফলে ১৬১ টাকা দরে লিটার বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও ১৬৫ টাকা দামে বিক্রি হলেও ১৬৮ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে না।

তিনি বলেন, আমি প্রতি ঘণ্টায় ঘণ্টায় মনিটরিং করছি। তেলের দাম এর থেকে আর বেশি দরে বিক্রি হওয়ার কোনও সুযোগ নেই। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। পুরো মাসের পণ্য কিনে রাখার দরকার নেই। একেবারে কিনতে চাইলে চাহিদা বাড়তে পারে। চিন্তা নেই, এসব পণ্যের মূল্য আর বাড়বে না।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭