৪ অপারেটর কিনলো ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২, ০৫:১৬ বিকাল | অনলাইন সংস্করণ
|
ফাইভজিসহ সেবার মান উন্নয়নে বিটিআরসির নিলামের প্রথম রাউন্ডে ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ কিনেছে ৪ মোবাইল অপারেটর। এর মধ্যে গ্রামীণ ফোন ও রবি ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ করে ১২০ মেগাহার্টজ, ২৩০০ মেগাহার্টজে বাংলালিংক ৪০ মেগাহার্টজ এবং টেলিটক ৩০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ কিনেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিটিআরসির আয়োজনেে এ নিলামে টেলিটক, গ্রামীণফেন, রবি এবং বাংলালিংক অংশ নেয়।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন।
প্রথম দফায় ১ হাজার ৬৮০ কোটি টাকা দিয়ে ২৩০০ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয় টেলিটক। দ্বিতীয় দফায় ৩ হাজার ৩৬০ কোটি টাকা দিয়ে ২৬০০ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয় রবি। এরপরই গ্রামীণফোন একই ব্যান্ডে একই মূল্যে ৬০ মেগাহার্টজ বেতার তরঙ্গ নেয়। এরপর ২৩০০ মেগাহার্টজ ব্যান্ডে ২ হাজার ২৪১ কোটি টাকায় বাংলালিংক ৪০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ নেয়। এর আগে বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম শুরু হয়। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭