মোশাররফকে ১৫ লাখ টাকা অনুদান দিল সাকিবের প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ০২:৪১ রাত | অনলাইন সংস্করণ
|
ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গুরুতর অসুস্থ অবস্থান বাঁ-হাতি এই স্পিনার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের অংশীদারিত্বে প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
অনলাইন কেটাকানার প্লাটফর্ম হিসেবে বাজারে আসা মোনার্ক মার্ট মোশাররফ রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকার অনুদান দিয়েছে। রোববার ই-কমার্স প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুপার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। মোশাররফ রুবেলের মস্তিষ্কে ২০১৯ সালে টিউমার ধরা পড়ে। সিঙ্গাপুরে তার অস্ত্রোপচার করানো হয়। পরবর্তী চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন মাঠে ফেরার। কিন্তু পরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা নেন ভারতের চেন্নাইয়ে।
দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসা খরচ চালাতে সর্বস্বান্ত হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ’র ওপরে উইকেট নেওয়া মোশাররফ। বিক্রি করে দিতে হয়েছে তার ঢাকার ফ্লাটটিও। তার এই দুঃসময়ে পাশে দাঁড়ালো মোনার্ক মার্ট। মোনার্ক হোল্ডিংয়ের প্রতিষ্ঠানটি গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাকিব আল হাসান। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭