স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের চিঠি
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ০২:১৫ রাত | অনলাইন সংস্করণ

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিঠিতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলদেশের অসাধারণ অগ্রগতি ও অর্জনের প্রশংসা করেছেন তিনি। 

 পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো চিঠিতে চীনের প্রেসিডেন্ট লিখেছেন, বাংলাদেশ সরকার কভিড-১৯ মোকাবিলায় সক্রিয় ব্যবস্থা নিয়েছে এবং সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধারে সচেষ্ট। এরইমধ্যে অসাধারণ অগ্রগতি হয়েছে। বাংলাদেশের এই অর্জন দেখে চীন গভীরভাবে আনন্দিত।

 চিঠিতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী, ঐতিহ্যবাহী বন্ধু ও কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনছে। চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা পৃথক চিঠিতে চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং লিখেছেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ কভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে কার্যকর লড়াই করে দেশ গঠন ও মানুষের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করছে। এই অর্জন স্বপ্নের সোনার বাংলা তৈরিতে ভূমিকা রাখছে। এই অগ্রযাত্রায় চীন সবসময়ই বাংলাদেশের পাশে থেকেছে, আছে এবং থাকবেও।

চিঠিতে চীনের প্রধানমন্ত্রী আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব সবক্ষেত্রে সহযোগিতার সমৃদ্ধ ফল বয়ে এনেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুধাবন করে। আমাদের দুই দেশ ও জনগণের উপকারের জন্য পারস্পরিক উন্নয়ন কৌশল উন্নত করা এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সহযোগিতা ও অগ্রগতিতে আপনার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশের অর্জন দেখে আনন্দিত চীন।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭