এবার অস্কার পেলেন যারা
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৬:১০ বিকাল | অনলাইন সংস্করণ

হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। মোট ২৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

প্রতিবারের মতো এবারও লাল গালিচা মাড়িয়ে তারকারা প্রবেশ করেন অডিটোরিয়ামে। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস।

একনজরে দেখে নেওয়া যাক যাদের হাতে উঠল এবারের অস্কার।

সেরা ভিজুয়াল এফেক্ট : ডিউন

সেরা কস্টিউম : জেনি বিভান (‘ক্রুয়েলা’ ছবির জন্য)

সেরা মেক-আপ এবং কেশসজ্জা : দ্য আইজ অব টেমি ফে

সেরা এডিটিং : জো ওয়াকার (‘ডিউন’ ছবির জন্য)

সেরা সিনেম্যাটোগ্রাফি : গ্রেগ ফ্রেজার (‘ডিউন’ ছবির জন্য)

সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি : দ্য লং গুডবাই

সেরা প্রোডাকশন ডিজাইন : ডিউন

সেরা সাউন্ড : ডিউন

সেরা অরিজিন্যাল স্কোর : হান্স জিমার (‘ডিউন’ ছবির জন্য) সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন : দ্য উইন্ডশিল্ড ওয়াইপার

সেরা গান : বিলি এলিশ (‘নো টাইম টু ডাই’ গানের জন্য)

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র : দ্য কুইন অব বাস্কেটবল

সেরা তথ্যচিত্র : সামার অব সোল

সেরা আন্তর্জাতিক ছবি : ড্রাইভ মাই কার (জাপান)

 

সেরা অ্যানিমেশন : এনক্যানটো

কাহিনি অবলম্বনে সেরা চিত্রনাট্য : কোডা

সেরা মৌলিক চিত্রনাট্য : বেলফাস্ট

সেরা সহ-অভিনেত্রী : আরিয়ানা ডিবস (‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য)

সেরা অভিনেত্রী : জেসিকা চ্যাসটেইন (‘দ্য আইজ অব ট্যামি ফায়ে’ ছবির জন্য)

 

সেরা অভিনেতা : উইল স্মিথ (‘কিং রিচার্ড’ ছবির জন্য)

সেরা পরিচালক : জেন ক্যামপিয়ন (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য)

সেরা ছবি : কোডা

সেরা সহ-অভিনেতা : ট্রয় কোটসুর (‘কোডা’ ছবির জন্য)


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭