কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটছে: ইউক্রেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৫:১৪ বিকাল | অনলাইন সংস্করণ

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পাশ্ববর্তী অঞ্চল থেকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে এখনো হামলা চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই সর্বশেষ পর্যালোচনায় দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন, কিয়েভে লড়াইরত রুশ বাহিনীর দুটি কৌশলগত দল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের এখন বেলারুশের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে ইউক্রেনে যুদ্ধ করতে যে সেনারা এসেছে, তাদের সবারই উল্লেখযোগ্য মাত্রায় শক্তি কমেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে, রাশিয়ার হামলায় এখন পর্যন্ত (২৪ মার্চ) ইউক্রেনের অবকাঠামো ক্ষতির পরিমাণ ৬৩ বিলিয়ন ডলারের (৪৭.৮ বিলিয়ন ইউরো) বেশি। এ তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অফ ইকোনমিক্স।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭