বিধ্বস্ত চীনা বিমানের ১২০ আরোহীর পরিচয় শনাক্ত
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৭ মার্চ ২০২২, ০৫:৫৪ বিকাল | অনলাইন সংস্করণ
|
চীনের গুয়াংশিতে বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের ১৩২ আরোহীর সবাই মারা গেছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১২০ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থা। খবর বিবিসি। এদিকে বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধারে গুয়াংশির পাহাড়ে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ব্লাকবক্স পেলেই বিমানটি বিধবস্ত হওয়ার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। গত বুধবার পাওয়া প্রথম ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা কম। গত সোমবার (২১ মার্চ) চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের এই বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ১৩২ জন যাত্রী ও ক্রু ছিল। সে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাহাড়জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে ও আগুনের শিখা দেখা যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই ভিডিওগুলো শেয়ার করে। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭