ফেনীতে পিতার কবরের পাশে সমাহিত আ. লীগ নেতা টিপু
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ১০:০৫ রাত | অনলাইন সংস্করণ
|
দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে নিজ জন্মস্থান ফেনীতে পিতার কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে নয়টায় ফেনী সদর উপজেলার ফতেহপুর গ্রামে মিজি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও নিজ গ্রাম ফতেহপুরের শত শত মানুষ অংশগ্রহণ করেন। এর আগে ঢাকার মতিঝিল কলোনি ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের পরিচালনা পরিষদ এর বার বার নির্বাচিত সদস্য, ফেনীর কৃতি সন্তান জাহিদুল ইসলাম টিপু বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ঢাকার শাহজাহানপুরের আমতলায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটির শাহজাহানপুর, খিলগাঁও, মালিবাগ এলাকার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর। তিনি ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। শেখ জাহিদুল ইসলাম টিপুর বাবা মৃত শেখ মমিনুল ইসলাম পুলিশে কর্মরত ছিলেন। মাতা সাফিয়া বেগম ৮০ বছরের বৃদ্ধা। তারা দুই ভাই চার বোন। একমাত্র ছোট ভাই জিয়াউল ইসলাম লিপন গত বছর স্ট্রোক করে মারা গিয়েছেন। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭