তুমুল সাড়া ফেলেছে ট্রিপল আর, সিনেমা দেখতে গিয়ে ভক্তের মৃত্যু
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০৬:৪১ বিকাল | অনলাইন সংস্করণ
|
অবশেষে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’। প্রত্যাশিতভাবে মুক্তির পরই তুমুল সাড়া ফেলেছে; চলচ্চিত্র বিশ্লেষকদের রিভিউয়ে জুটছে রেকর্ড গড়ার প্রত্যাশার কথা। কয়েকগুণ বেশি দামেও টিকিট ক্রয় করে সিনেমাটি দেখেছেন দর্শক। বলিউড হাঙ্গামার খবর, চাহিদা থাকায় কোথাও কোথাও ২১০০ রুপিতেও (বাংলাদেশি মুদ্রায় ২৩০০ টাকার বেশি) বিক্রি হয় ‘আরআরআর’ সিনেমার টিকেট। সিনেমা হলে এই সিনেমার থ্রিডি সংস্করণের জন্য টিকেটের দাম ১৩২০ রুপি রাখা হয়। ইতোমধ্যেই সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ এক কথায় এই সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে মন্তব্য করেছেন। শুধু তাই নয় ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সিনেমা হিসেবে দাবি করেছেন ‘ট্রিপল আর’কে। যা কিনা ব্লকবাস্টার হিট ‘বাহুবলী’র ও জনপ্রিয়তা ও বক্স অফিস আয়কে ছাড়িয়ে যেতে পারে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে, ৩৫০ থেকে ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার গল্প ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এদিকে মুক্তির প্রথম দিনেই একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো সিনেমাটি। এই সিনেমা দেখতে গিয়ে এক ভক্তের মৃত্যু হয়েছে। ভারতের অন্ধ্র প্রদেশের এসভি ম্যাক্স সিনেমা হলে ঘটনাটি ঘটেছে। ‘আরআরআর’-এর প্রতি অসামান্য আগ্রহ থাকায় প্রথম দিনই বন্ধুদের সঙ্গে সিনেমাটি দেখতে যান ওবু লেসু। দেখার ফাঁকে প্রিয় তারকার কিছু দৃশ্য ভিডিও করছিলেন। হঠাৎ তিনি পড়ে যান। বন্ধুরা তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে আছেন বলিউড তারকা অজয় দেবগন ও আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। হিন্দি ছাড়া সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি দেয়া হয়েছে। উল্লেখ্য, করোনা কারণে দীর্ঘদিন আটকে ছিল ‘আর আর আর’ সিনেমার মু্ক্তি। এ কারণেই এনটিআর এবং রাম চরণের ভক্তরা রীতিমত আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সিনেমাটি পর্দায় দেখার জন্য। এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তি ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে একাধিকবার এর মুক্তি পেছায়। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭