জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবস উদযাপন টাইগারদের
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০৬:১০ বিকাল | অনলাইন সংস্করণ
|
বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায়। ওয়ানডে সিরিজ শেষ করে এখন টেস্ট সিরিজ খেলতে ডারবানে তামিম-মুমিনুলরা। টেস্ট সিরিজের আগে আজ শনিবার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেখানেই জাতীয় সঙ্গীত গেয়ে দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্যাক্টিস ম্যাচ খেলেছে টেস্ট দলের খেলোয়াড়রা। আগামী ৩১ মার্চ ডারবানের কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধান জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মত আফ্রিকার মাটিতে যেকোনো ফরম্যাটে ম্যাচ জয় করেছে সাকিব-তামিমরা। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে আজকের অনুশীলন শুরুর আগে দলের খেলোয়াড়রা লাল-সবুজের পতাকা হাতে নিয়ে ছবি তুলেছেন। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭