দুই-তিন বছর পর বাংলাদেশ টেস্ট ফরম্যাটেও শক্তিশালী হয়ে উঠবে: মুমিনুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০৬:০০ বিকাল | অনলাইন সংস্করণ
|
ওয়ানডেতে অনেকদিন ধরেই বাংলাদেশ প্রতিষ্ঠিত শক্তি। সদ্যই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতেছে। কিন্তু টেস্ট মানসিকতা আর হার্ডহিটারের অভাবে ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে টাইগাররা এখনও দুর্বল। বিশেষ করে টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর পরেও টাইগাররা একটা দল হয়ে উঠতে পারেননি। টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, আরও দুই-তিন বছর পর বাংলাদেশ টেস্ট ফরম্যাটেও শক্তিশালী হয়ে উঠবে।
মুমিনুল হক অধিনায়ক হওয়ার পর টেস্টে বাংলাদেশের পারফর্মেন্স খুব খারাপ ছিল। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের মতো ঘটনাও আছে। আবার সম্প্রতি নিউজিল্যান্ডে টেস্ট জয়ের সুখস্মৃতিও তৈরি হয়েছে। তবে এই স্ট্রাগল এখনই শেষ হচ্ছে না বলে জানালেন মুমিনুল, 'আপনি যে বললেন, আমি অধিনায়ক হওয়ার পর থেকে স্ট্রাগল করেছি। আসলে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে আরও দুই-তিন বছর স্ট্রাগল করতে হবে। ওয়ানডেতে আমরা খুব ভালো দল, স্টেডি দল। টেস্টে এটা গড়ে উঠতে সময় লাগবে। এজন্য আরও কিছুদিন কষ্ট করতে হবে। হয়তো দুই-তিন বছর। এরপর আমরা ভালো একটা টিম হব। ' দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে একসঙ্গে মুশফিক-সাকিব-তামিমকে পেয়ে মুমিনুল উচ্ছসিত, 'আমরা যখন নিউজিল্যান্ড ট্যুরে ছিলাম তখন কিন্তু সাকিব ভাইও ছিল না, তামিম ভাইও ছিল না, শুধু মুশফিক ভাই ছিল। অনেক ট্যুরে ছিল অনেক ট্যুরে ছিল না। সে যাই হোক, তামিম ভাই যেহেতু ফিরেছেন, তিনি আমাদের চেয়ে বড় রোল প্লে করেন, বিশেষ করে উপরের দিকে। উনি আসায় জিনিসটা সহজ হয়ে যাবে। আর তাসকিনের কথা যদি বলেন, সে খুব ভালো বল করছে। গত দেড় দুই বছর ধরে সে খুবই ভালো বল করছে। এই সিরিটা আমরা খুব ভালোভাবে শুরু করতে পারব বলে আশা করি। ' |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭