মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের নতুন নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০৫:৩০ বিকাল | অনলাইন সংস্করণ

মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। দেশটির নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধানসহ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

 

আল-জাজিরা জানায়, অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত তিন ব্যবসায়ীসহ তাদের প্রতিষ্ঠান ও সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

এ ছাড়া মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিসংসতা বন্ধে দায়ীদের ওপর এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

 

এদিকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার বোমা হামলা বন্ধ করতে দেশটির অস্ত্র ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাজ্য। একই উদ্দেশ্যে চার ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে কানাডাও।

 

গেল বছর কায়াহ রাজ্যে একটি গাড়িতে ৩০ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে ইউনিটটিকে নিষিদ্ধ করা হয়েছে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭