ইউক্রেন সীমান্ত পরিদর্শনে যাবেন বাইডেন
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০২:২৬ রাত | অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে চার দিনের সফরে ইউরোপে রয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে বৈঠকে অংশ নিতে সফরের প্রথম দিন বেলজিয়ামের ব্রাসেলসে যান তিনি।

ইউরোপ সফরের প্রথমদিন বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন। ব্রাসেলস থেকে পোল্যান্ডে যাচ্ছে জো বাইডেন।শুক্রবার (২৫ মার্চ) ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের রজেসজো শহর পরিদর্শন করবেন তিনি।খবর বিবিসির।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে রজেসজোতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বাইডেনকে অভ্যর্থনা জানাবেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে জরুরি সফরকালে বাইডেন শুক্রবার তার এই ভ্রমণ পরিকল্পনার কথা বলেন।

ন্যাটো এবং অন্যান্য শীর্ষ বৈঠকের পর তার সফরের দ্বিতীয় পর্যায়ে পোল্যান্ডে বাইডেনের অবস্থান পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি।

ন্যাটোর পূর্ব দিকের সাবেক সোভিয়েত দেশগুলোর প্রতি মার্কিন সমর্থন প্রদর্শনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ৫ মার্চ রজেসজোতে সফর করেন। গোটা পশ্চিম ইউক্রেনে হামলার পরে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে এ সব দেশ উদ্বিগ্ন।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার হামলায় ইউক্রেন থেকে পালিয়ে আসা লাখ লাখ ইউক্রেনীয়কে পোল্যান্ড কীভাবে মোকাবেলা করছে শুক্রবারের এই সফরে বাইডেন সে বিষয় অবহিত হবেন।

বাইডেন পোল্যান্ডে অবস্থানরত ইউএস-৮২ তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের সাথেও রজেসজোতে দেখা করবেন।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭