স্বাধীনতা পদককেও সরকার ‘আত্মীয়করণ’ করেছে: ফখরুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ০৬:২৭ বিকাল | অনলাইন সংস্করণ
|
এবারের স্বাধীনতা পদক প্রদানে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা পদক প্রদানেও সরকার ‘আত্মীয়করণ’ করেছে। আমির হামজা নামে একজনকে তারা পদক দিয়ে বাতিল করেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এর বাইরেও যাদের পদক দেওয়া হয়েছে তাদের বেশির ভাগই মন্ত্রীদের অথবা প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজন। বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে স্বনির্ভর দেশ গঠনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও এই সরকারের লোকজন কীভাবে অর্থ উপার্জন করবে, কীভাবে লুটপাট করবে, কীভাবে বিদেশে অর্থপাচার করবে সেই লক্ষ্যে কাজ করছে। এজন্য পেশাজীবী ও রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে। তিনি বলেন, দেশে দারিদ্র্যের হার দুই ভাগ বেড়ে গেছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে, মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের ২৪ ঘণ্টা বিএনপির দুঃস্বপ্ন দেখেন এবং সমানে কথা বলতে থাকেন। এখানেই বোঝা যায় যে, বিএনপি শুধু আছে না, বিএনপি প্রবলভাবে আছে যে, তাদের ঘুম কেড়ে নিয়েছে। অনুষ্ঠানে সাতজন প্রখ্যাত চিকিৎসক মুক্তিযোদ্ধাকে তাদের অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, অধ্যাপক ফরিদুল হুদা, অধ্যাপক মোবিন খান, অধ্যাপক শামসুল ইসলাম, ডা. সাহাদাত হোসেন, অধ্যাপক মোমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক আবদুল হক। এছাড়া বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চিকিৎসা ও সেবা কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক হারুন আল রশিদ ও সদস্য ডা. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক মহাসচিব অধ্যাপক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ডা. আব্দুস সেলিম এবং আরও অনেকে। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭