ইউক্রেনে আক্রমণে ১৫ হাজার ৬০০ রুশ সেনা হত্যা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৯:৪৯ রাত | অনলাইন সংস্করণ
|
ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ১৫ হাজার ৬০০ সেনা নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২৩ মার্চ পর্যন্ত ১৫ হাজার ৬০০ রুশ সেনা নিহত হয়েছে। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী ৫১৭টি রাশিয়ান ট্যাংক, ১ হাজার ৫৭৮টি সাঁজোয়া যান, ১০১টি যুদ্ধবিমান এবং ১২৪টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭