সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৫:১৬ বিকাল | অনলাইন সংস্করণ

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।  প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়ী হওয়ায় আজকের ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে।

অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। ওয়াইন পারনেলের জায়গায় একাদশে ঢুকেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

 

দুদলের আজকের একাদশ

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোয়ারিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭