শুরুতেই ওপেনার নাঈমকে হারিয়েছে টাইগারররা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৪:৪০ দুপুর | অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ অত্যন্ত দুর্বল হলেও বাংলাদেশের পারফর্মেন্সে অধারাবাহিকতার কারণে জেগেছে শঙ্কা। মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাপুয়া নিগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার নাঈমকে হারিয়েছে টাইগারররা। ম্যাচের দ্বিতীয় বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাঈম। সেসে বাউ এর বলে বাউন্ডারি মারতে গিয়ে কাবুয়া মোরেয়ার হাতে তালুবন্দি হন তিনি।

স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে ওমান ১০ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় টাইগাররা বেশ জটিল সমীকরণে পড়ে গেছে। সুপার টুয়েলভে যেতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। সেটাও কমপক্ষে ৩ রানের ব্যবধানে। এতেই স্কটল্যান্ডের সঙ্গী হয়ে সুপার টুয়েলভে চলে যাবে টিম টাইগার।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে, টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড (০.৫৭৫)। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে আছে বাংলাদেশ (০.৫০০)। এখনও কোনো জয় না পাওয়া পাপুয়া নিউ গিনি (-১.৮৬৭) রান রেটে বেশ পিছিয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা, চার্লস আমিনি, লেগা সিয়াকা, সেসে বাউ, নরমান ভানুয়া, সাইমন আটাই, চাড সোপের, কিপলিং ডরিগা, হিরি হিরি, কাবুয়া মোরেয়া, ডেমিয়েন রাভু।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭