ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও দিবস উদযাপন
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ০৮:২৪ সকাল | অনলাইন সংস্করণ
|
বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস- ২০২১ উদযাপন করা হয়। ১৮ অক্টোবর সোমবার বিজয়নগর উপজেলা মিলনায়তনে বিজয়নগর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ওসি তদন্ত মোঃ ফয়সাল আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলায় ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, বিজয়নগর উপজেলার দশ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে,পরে বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়,মিরাসানী পলিটেকনিক একাডেমি, কালাছড়া উচ্চ বিদ্যালয়, কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭