সিরাজগঞ্জে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০৭:৪৯ বিকাল | অনলাইন সংস্করণ
|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ও রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কর্তন করা হয়েছে।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এ্যাড: কে এম হোসেন আলী হাসান প্রমূখ। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন নিষ্পাপ শিশু। শেখ রাসেল যদি বেঁচে থাকতেন তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনিও অগ্রনী ভূমিকা পালন করতেন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, এনএসআই’র যুগ্ন-পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, জেলা আনসার কমন্ডার সিফাত-ই-খোদা, জেলা আ’লীগের (ভারপাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, অধ্যক্ষ টি এম সোহেল, সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, আ’লীগ নেতা হাজী এসাহাক আলী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭