বরিশালে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০৭:৪৩ বিকাল | অনলাইন সংস্করণ
|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। শেষ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস 'এই স্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মচীতে শেখ রাসেল দিবস পালন করেছে বরিশাল জেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে বরিশাল সার্কিট হাউসের বঙ্গবন্ধু কর্নারে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। পরে অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
আলোচনা সভা শেষ বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান, সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ বরিশাল জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ের শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭