ভয়াবহ আগুনে পুড়ছে আমাজন, চিত্র এঁকে অভিনব প্রতিবাদ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০৭:২১ বিকাল | অনলাইন সংস্করণ
|
ভয়াবহ আগুনে পুড়ছে আমাজন। সবুজ বন পুড়ে ছাই হচ্ছে প্রতিনিয়ত। সেই বনপোড়া ছাই সংগ্রহ করে দেয়াল চিত্র এঁকে অভিনব প্রতিবাদ জানালেন ব্রাজিলের এক স্ট্রিট আর্টিস্ট।
পুড়েই চলছে পৃথিবীর ফুসফুসখ্যাত সবুজ বন আমাজন। অস্তিত্ব হিসেবে রেখে যাচ্ছে বন পোড়া ছাই। সেই ছাইকেই শিল্পে রূপ দিলেন ব্রাজিলিয়ান স্ট্রিট আর্টিস্ট মুন্ডানো। সাও পাওলোতে আঁকা মুন্ডানোর দেয়াল চিত্রটি পরিবেশ রক্ষায় নতুন ধরনের প্রতিবাদ।
পুড়তে থাকা বন ও মৃত প্রাণীদের পাশে দাঁড়িয়ে আছেন এক দমকল কর্মী। দেয়ালজুড়ে এক হাজার বর্গ মিটারের এই ম্যুরালটি যেন আগুনে বিলীন হতে থাকা আমাজনেরই চিত্র।
চিত্রশিল্পী মুন্ডানো বলেন, আমরা প্রকৃতি ধ্বংস করছি। এর মাধ্যমে আমরা নিজেদেরই ধ্বংস করছি। এই ম্যুরালটি পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে একটি প্রতিবাদ।
জুন ও জুলাইয়ে ব্রাজিলের সাও পাওলো থেকে অ্যামাজনের রেইন ফরেস্ট, প্যান্টানাল জলাভূমি, সেরাদো গ্রীষ্মমন্ডলীয় সাভানা ও আটলান্টিক বন পর্যন্ত ভ্রমণ করেছেন মুন্ডানো। ওই সময়ই তিনি ছাই সংগ্রহ করেন।
ম্যুরালটি একটি মাল্টিমিডিয়া প্রজেক্টের অংশ, যা আমাজনের পরিবেশ ধ্বংসের প্রতিবাদী প্রতীক। স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়, এ বছরের শুধু আগস্টেই ২৮ হাজার হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়েছে।
আমাজন বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট, যা জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে সহায়ক। পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের একটি বড় অংশ শোষণ করে আমাজনের বন। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭