ফেনীতে ধর্মীয় সম্প্রতি বিনষ্টে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০৩:৫৩ রাত | অনলাইন সংস্করণ

সম্প্রতি ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে নাশকতা, হেনস্থা করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক ও অপব্যাখ্যামূলক কন্টেন্ট ছড়িয়ে দেয়ার অভিযোগে ৩ জনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কুমিল্লায় পূজামণ্ডপে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সহিংসতার পর এর জেরে গত শনিবার ফেনীও অস্থিতিশীল গয়ে ওঠে। ফেনীতে পূজা উদযাপন পরিষদের কর্মসূচিতে হামলা হয়। এরপর শহরে পুলিশের সঙ্গেও ব্যাপক সংঘর্ষ হয়। একাধিক মন্দির এবং হিন্দুদের মালিকানাধীন কিছু দোকানপাটে ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগের খবর শোনা যায়।

গত শনিবার বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনসহ ৪০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয় ফেনী জেনারেল হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের জেলা থেকে বাড়তি পুলিশ আনা হয়, ভূমি অফিসে মোতায়েন করা হয় বিজিবি।

এরপরই পুলিশ ও র‌্যাব এ ঘটনায় সন্দেহভাজনদের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রচারকারীদের আটকে অভিযানে নামে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭