রানের আগেই উইকেট দেখলো বিশ্বকাপ
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৭ অক্টোবর ২০২১, ০৬:২২ বিকাল | অনলাইন সংস্করণ
|
অবশেষে অপেক্ষার অবসান। ওমানের মাসকাটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠেছে। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। এই বিশ্বকাপে রানের আগেই দেখা গেলো উইকেটের পতন। উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ। তার সিদ্ধান্ত যে ভুল নয়, সেটাই যেন প্রমাণ করেছে তার দলের বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাপুয়া নিউগিনির সংগ্রহ ১.৫ ওভারে কোনো রান না করেই ২ উইকেট। নিউগিনির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন টনি উরা ও লেগা সিয়াকা। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে বিল্লাল খানের বলে বোল্ড হন উরা। পরের ওভারের তৃতীয় বলে কালিমুল্লাহ যখন সিয়াকাকে বোল্ড করেন, তখনও স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেনি নিউগিনি। অর্থাৎ, এবারের বিশ্বকাপে রান হওয়ার আগেই ২ উইকেট দেখলো ক্রিকেটবিশ্ব। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭