মৌলভীবাজারে চালু হলো ট্যুরিস্ট বাস
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৯:৩০ রাত | অনলাইন সংস্করণ
|
মৌলভীবাজার থেকে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এবং পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানকে তুলে ধরতে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ট্যুরিস্ট বাস’। আর এটির উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ প্রমুখ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মৌলভীবাজার একটি পর্যটন সমৃদ্ধ জেলা। জেলার পর্যটন আকর্ষণ বৃদ্ধিতে জেলা প্রশাসনের উদ্যোগে ট্যুরিস্ট বাস চালু করা হয়েছে। চা পাতা অধ্যুষিত মৌলভীবাজারের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ। আশা করছি, পর্যটকরা এখন থেকে জেলার দর্শনীয় স্থানের আনন্দটুকু উপভোগ করবেন। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭