ত্বকের বলিরেখা দূর করতে নিয়মিত পান করুন বার্লি চা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৮:১১ রাত | অনলাইন সংস্করণ
|
বয়স বাড়লে তার প্রভাব আমাদের ত্বকেও পড়ে। অর্থাৎ ত্বক কুঁচকে বা বুড়িয়ে যায়। যা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের অসচেতনতা ও অযত্নের কারণে বয়সের আগেই ত্বক বুড়িয়ে যায়। ত্বকের এই বলিরেখা দূর করতে অনেকেই বাজার থেকে বিভিন্ন ক্রিম কিনে ব্যবহার করেন। যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ত্বকের বিপদ এড়াতে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের উপর। ত্বকের বলিরেখা দূর করতে নিয়মিত পান করুন স্বাস্থ্যকর একটি চা। বার্লি চা। এই চা ত্বক বুড়িয়ে যাওয়া রোধে দারুণ কার্যকরী। এই বিউটি চায়ের রেসিপিটি এসেছে সুদূর কোরিয়া থেকে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত- বার্লি চা তৈরি পদ্ধতি প্রথমে ২ টেবিল চামচ বার্লি টেলে নিন। এরপর একটি প্যানে এক কাপ পানি নিন। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটতে শুরু করলে তাতে বার্লি দিন। অল্প আঁচে ৫ মিনিট চুলায় রাখুন। পান করার আগে ছেঁকে নিন। বার্লি চায়ের উপকারিতা >> বার্লিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ফ্রি-র্যাডিকেলের বিরুদ্ধে সক্রিয় থাকে। মূলত ওই র্যাডিকেলের কারণেই ত্বকে বলিরেখা পড়ে। >> বার্লিতে থাকা অ্যাজলেইক অ্যাসিড ব্রণ দূর করতে সাহায্য করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭