ইউএস-বাংলার ফ্লাইটে চড়ে রাজশাহীর এমপির তিক্ত অভিজ্ঞতা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৬:০৯ বিকাল | অনলাইন সংস্করণ
|
ঢাকা থেকে রাজশাহী যেতে দেশের বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়েন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের আওয়ামী লীগের এমপি ওমর ফারুক চৌধুরী। সেখানে তিক্ত অভিজ্ঞতা হওয়ায় এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে তিনি এক অদ্ভুত দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি বেসরকারি উড়োজাহাজ কোম্পানিটির একটি ফ্লাইটে করে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান। ঐ ফ্লাইটে থাকা প্যাসেঞ্জার ফিডব্যাক বা যাত্রীদের মতামতের কাগজে তিনি লেখেন, এয়ারলাইন্সের ভেতরে প্রচণ্ড গরম। তাই ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ করবো সকল যাত্রীদের একটি করে হাত-পাখা দিতে। পরে রাজশাহী পৌঁছে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোষ্টে লিখেছেন, আমি সবেমাত্র রাজশাহীতে পৌঁছেছি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের ভেতরে খুব গরম ছিল। আমি প্রত্যেক যাত্রীর জন্য হাত-পাখা দেওয়ার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ করেছি। তিনি তার ফেসবুক পোস্টের সাথে লিখিত আবেদনের একটি ছবিও সংযুক্ত করেন। উল্লেখ্য, ওমর ফারুক চৌধুরী এমপি, সরকারি প্রতিষ্ঠান এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭