নারীরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী: পরিকল্পনামন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ০৬:০৫ বিকাল | অনলাইন সংস্করণ
|
নারীরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, নারীদের শুধু স্বপ্ন দেখে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে। বুধবার ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রম বিষয়ে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শক্তি দিয়ে নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই স্বাধীন দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব এ টি এম নাসির মিয়া, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ঢাকা এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা প্রমুখ। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭