নুসরাতকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সেই রুবেলের ফাঁসি
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০৮:৪৪ রাত | অনলাইন সংস্করণ
|
লক্ষ্মীপুরে সাত বছরের শিশু নুসরাত জাহানকে ধর্ষণের পর হত্যা মামলায় শাহ আলম রুবেলকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরো চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন। এ মামলায় বোরহান উদ্দিন নামে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার বরাত দিয়ে আদালতের পিপি মো. আবুল বাশার জানান, ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি জিডি করেন নুসরাতের মা রেহানার বেগম। পরে ২৬ মার্চ উপজেলার ব্রুপাড়ার নিচ থেকে নুসরাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তদন্তে ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রমাণিত হয়। এ ঘটনায় শাহ আলম রুবেলসহ দুজনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রামগঞ্জ থানার তৎকালীন এসআই কাউছার। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭