মুরাদ নূরের সুরে মুনের কণ্ঠে বিজয়ার গান
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০৮:৩৪ রাত | অনলাইন সংস্করণ
|
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। করোনা মহামারি কাটিয়ে দুর্গা'র আর্শীবাদ নিতে সকল মণ্ডপে চলছে বিভিন্ন আয়োজন ও প্রার্থনা। এ আয়োজনে পিছিয়ে নেই তরঙ্গ ইলেক্ট্রো। নিজস্বতা ধরে রাখতে তাদের ইউটিউব চ্যানেলে মুনের কণ্ঠে প্রকাশ করতে যাচ্ছে বিজয়ার গান। জনপ্রিয় সুরকার মুরাদ নূরের সুরে, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন সত্যজিৎ কুরি। সুরকার মুরাদ নূর বলেন, আমি মানুষের ক্ষতি ও রাষ্ট্রদ্রোহী অপরাধ ছাড়া মন যা চায় তাই করি। মানুষে মানুষে শান্তি খুঁজে বেড়াই। একজন শিল্পী মূলত সকল ধর্মের'ই প্রতিনিধি। আমি শিল্পী হয়ে নিজ দায়বদ্ধতা থেকেই দুর্গাকে নিয়ে গান বেঁধেছি। সনাতন ধর্মাবলম্বী সকলকে রইলো শারদীয় শুভেচ্ছা। গায়িকা মুন বলেন, মা দুর্গা স্মরণে আমার কোন গান নেই। ভীষণ আনন্দিত স্বপ্নের প্রজেক্টি করতে পেরে। গানটি মুরাদ নূরের কাছে শুনেই নাছোড়বান্দা হয়ে যাই। গানটি গেয়ে অভিনয় করে গর্ব হচ্ছে। গীতিকবি সত্যজিৎ দাদা, মুরাদ নূর দাদার প্রতি কৃতজ্ঞতা। আমাকে মুন পরিচিত করা তরঙ্গ ইলেক্ট্রো কর্ণধার সুব্রত দাদার প্রতি আজন্মকাল কৃতজ্ঞতা। আশা করছি গানটি সকালে বেশ ইনজয় করবে। বিজয়ার গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছে তরঙ্গ ইলেক্ট্রো। মিউজিক ভিডিও পরিচালনা করেন সেলিম রেজা। মুন, এফ এ প্রিতমের সাথে ভিডিও নৃত্যশিল্পীদের সমন্বয়ে কোরিওগ্রাফি করেন তুহি। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭