৯ শতাধিক যানবাহন পাটুরিয়ায় নদী পারের অপেক্ষায়
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০৩:১০ দুপুর | অনলাইন সংস্করণ

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ ও দুর্গাপূজার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই বাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের চাপ রয়েছে। সব মিলিয়ে ৯ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

 

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

ফেরিঘাট সূত্র জানায়, ঘাট পার হতে আসা এসব যানবাহনকে পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে। তবে যাত্রী ভোগান্তি বিবেচনায় বাস, ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। পাটুরিয়ায় তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি ও ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক মিলে নয় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া ফেরিঘাট বন্ধ এবং পূজার উৎসব করতে সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ঘাট এলাকায় আটকে যাচ্ছে। এতে ট্রাক চালক ও সহযোগিরা ভোগান্তিতে পড়েছে।
 
তিনি বলেন, নৌপথ পারাপার হতে আসা এসব যানবাহনকে নিরাপদে পারাপার করতে নৌপথে ১৮টি ফেরি চলাচল করতে। ছোট গাড়ির চাপ কমলে সিরিয়াল অনুযায়ী আটকে থাকা এসব ট্রাক পারাপার করা হবে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭