ইটভাটার ছাদ থেকে ৫টি হাতবোমা ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ অক্টোবর ২০২১, ১১:১৪ রাত | অনলাইন সংস্করণ

মেহেরপুর সদর উপজেলায় ৫টি হাতবোমা ও ১২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বারাকপুর গ্রামে একটি ইটভাটার দোতালার ছাদের ওপর থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে ওই ঘরের দোতালার ছাদের ওপর পানির লাইনে কাজ করতে গিয়ে ইলেক্ট্রিশিয়ান মোমিনুল ইসলাম প্রথমে দেখে বাড়ির মালিক চঞ্চল মিয়াকে বলেন। পরে চঞ্চল মিয়া মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে এএসপি সার্কেল অপু সরোয়ারের নেতৃত্বে সদর থানার ওসি শাহ দারা খানসহ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ ছাদ থেকে লাল কসটেপে মোড়ানো ৫টি হাতবোমা ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
 
ইট ভাটার মালিক চঞ্চল মিয়া জানান, ইটভাটার অফিসের ওই দোতালা ঘরের পানির লাইন মিস্ত্রি মেরামত করতে ওপরে উঠে। হঠাৎ ছাদের ওপর বোমা ও অস্ত্রগুলো দেখে। পরে আমি পুলিশকে খবর দিলে তারা এসে বোমা ও অস্ত্রগুলো উদ্ধার করে। কেউ শত্রুতা করে বোমা ও অস্ত্রগুলো ছাদের ওপর রেখেছে।

এসপি অপু সরোয়ার জানান, ৫টি লালটেপ মোড়ানো হাতবোমা ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার কর হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭