বেনাপোল-পেট্রোপোল বন্দরের আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১০ অক্টোবর ২০২১, ০৮:০৪ রাত | অনলাইন সংস্করণ
|
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম সচল থাকবে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ভারতে দুর্গা পূজার ছুটি থাকায় ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন তাদের জানিয়েছেন। তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস নিতে কাস্টমসের কাজ চলবে। আগামী ১৬ অক্টোবর শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, পূজার ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ১৬ অক্টোবর শনিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল থাকবে। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭