বিশ্বকাপের আগে ব্যাট হাতে লিটনের ঝড়
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ০৯ অক্টোবর ২০২১, ০৮:০৮ রাত | অনলাইন সংস্করণ

পিঠের সমস্যায় বিশ্রামে রয়েছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। সেই তিনিই ব্যাট হাতে ওমান ‘এ’ দলের বিপক্ষে তুলেন ঝড়। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার নাঈম শেখ। তাদের শুরুই জুটিই বাংলাদেশকে এনে দিয়েছে বড় পুঁজির ভীত।
ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীরা তুলেছে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১২৪ রান। লিটন দাস ৩৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৩ রানের ঝড়ো এক ইনিংস খেলে ফিরেছেন। এদিকে আরেক ওপেনার নাঈম ৪৫ বলে ৩ চার ও ১ ছয়ে ৫০ রান নিয়ে ব্যাট করছেন।
 
শুক্রবার ওমানের বোলারদের বিপক্ষে শুরু থেকেই চড়াও লিটন। যে কারণে পাওয়ার প্লেতেই বাংলাদেশ তুলে ফেলে বিনা উইকেটে ৪৮ রান। এরমধ্যে ১৮ বলে ২৭ রান ছিল লিটনের। আর ১৯ বলে ১৯ রান করেন নাঈম। পরে তাদের জুটি আরও আক্রমণাত্বক হয়। বিশেষ করে লিটন। এ তারকা হাফসেঞ্চুরি পূর্ণ করতে বল খরচ করেন মাত্র ৩২ বল। এরপরই তিনি ফেরেন ৩৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৩ রান করে।
 
লিটন ফেরার পর টিকতে পারেননি সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এ দু’জন ফেরেন ৩ বলের ব্যবধানে। যে কারণে রান তোলায় কিছুটা ভাটা পড়েছে সফরকারীদের।
 
সৌম্য ফেরেন ৮ বলে ১ চারে ৮ রান করে। অন্যদিকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মুশফিক। অভিজ্ঞ এ দুই তারকাকে হারালেও টাইগারদের পথ দেখাচ্ছেন নাঈম।
 
আনঅফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচ খেলার পর অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আবু ধাবিতে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি ম্যাচে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭