ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাতে হত্যা
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১, ০৮:২৫ রাত | অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে সৎ মাকে জখম ও বাবাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় মামলার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত বিল্লাল শেখ শরীয়তপুরের নড়িয়া থানার পাচক গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে বন্দরের একরামপুর এলাকায় থাকতেন। গ্রেফতারকৃত বাপ্পী তার একমাত্র ছেলে।

পুলিশ জানায়, ৪-৫ মাস আগে বিল্লাল শেখের প্রথম স্ত্রী মারা যান। এরপর আমেনাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে একসঙ্গেই থাকতেন তিনি। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে অসন্তুষ্ট ছিল ছেলে বাপ্পী। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। গত ২৪ সেপ্টেম্বর ভোরে বাবা ও সৎ মায়ের ঘরে ঢুমে দুজনকেই ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে বাপ্পী। ঐ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এরপর প্রথমে ভিক্টোরিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই মারা যান বিল্লাল শেখ। আহত আমেনা এখনো চিকিৎসাধীন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঐ ঘটনায় বাপ্পীর বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই হেলাল শেখ। ঐ রাতেই বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযান চলছে।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭