ভারতে কৃষকদের গাড়িচাপা দিল প্রতিমন্ত্রীর ছেলে
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১, ০৯:৩৩ রাত | অনলাইন সংস্করণ
|
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে আটজনকে মেরে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এদের মধ্যে চারজন কৃষক ছিলেন। গত রোববার এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত রোববার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে আটজনকে মেরে ফেলার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেন অজয়।
সোমবার রাতে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস। আজ মঙ্গলবার সকালে একটি টুইট বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, `নরেন্দ্র মোদি, আপনার সরকার আমাকে কোনো নির্দেশনা ছাড়াই গত ২৮ ঘণ্টা হাজতে রেখেছে। কিন্তু যে কৃষকদের ওপর গাড়ি চাপিয়ে দিল, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না?' ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন। হঠাৎই একটি জিপ এসে তাঁদের ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সাদা জামা ও সবুজ পাগড়ি পরা এক বৃদ্ধ জিপের বনেটে গিয়ে পড়েন। আরও কয়েকজন প্রাণ বাঁচাতে রাস্তার পাশে পড়ে যান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে ঘটনাস্থলে থাকা একজন কৃষক জানিয়েছেন, পেছন থেকে গাড়িটি হঠাৎ এসে ধাক্কা দেয়।
এদিকে এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানান, তাঁর ছেলের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, `আমার ছেলে ঘটনাস্থলে ছিল না।'
দুর্ঘটনায় মারা যাওয়াদের পরিবারকে ৪৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। আর আহতদের ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। এ নিয়ে উত্তর প্রদেশ সরকার তদন্তও শুরু করেছে। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭