ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র সফল হয়নি : রাবি উপাচার্য
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ০৪:১২ দুপুর | অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্র সফল হয়নি বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ সোমবার সকালে রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

উপচার্য বলেন, ‘এবার ভর্তি পরীক্ষায় কোন জালিয়াত চক্র সফল হয়নি । কারণ পুলিশ কমিশনার পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করেছেন। সেইসঙ্গে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। আর তাদের তৎপরতার কারণেই এবার হয়তো তারা সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘তারা সক্রিয় আছে কিনা আমি জানি না। তবে এক্সপার্টরা বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ও স্ক্যানার নিয়ে ঘুরছেন। আমরা বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছি।’

উপাচার্য আরও জানিয়েছেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমাদের আবাসিক হল বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রী হলগুলো খুলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ছাত্রদের আবাসিক হলসমূহের নিচতলা খুলে দেওয়া হয়েছে যাতে করে অভিভাবকরা বাথরুমগুলো ব্যবহার করতে পারে।

বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে আমরাও বিষয়টি নিয়ে খুব পজিটিভলি চিন্তা করছি। তবে আমরা গুচ্ছ পদ্ধতি যাব না। এই বিষয়টি নিয়ে একাডেমি কাউন্সিলে আলোচনা হবে। তারপর আমরা সিদ্ধান্তে আসতে পারবো।’

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। প্রতিদিন তিন শিফটে সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭