৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল শুরু
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ০২:৩২ দুপুর | অনলাইন সংস্করণ
|
পদ্মায় তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে অর্ধশতাধিক যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ফেরি ‘কুঞ্জলতা’। পদ্মায় তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তায় এতদিন এই রুটে বন্ধ ছিল ফেরি চলাচল।
এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার ৪৭ দিন পর মাথায় আবার ফেরি চালুর খবরে খুশি যাত্রীরা।
ঘাটে আসা যাত্রীরা বলেন, ৪৮ দিন পর আজ ফেরি চালু হওয়ায় আমরা সত্যিই আনন্দিত ও অভিভূত।
এ বিষয়ে লঞ্চ চালকরা বলেন, এখন আর ঘুরে যেতে হচ্ছে না যার ফলে আমাদের তেল সাশ্রয় হচ্ছে। সব ফেরি চলাচল করলে আমাদের অনেক সুবিধা হয়। মাত্র দু-একটা চললে আমাদের জন্য সমস্যা হবে।
গত বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) পর্যবেক্ষণ টিম পুরো নৌরুট পরিদর্শন করেছে। ফেরি চলাচলে সম্মতি প্রদান করায় সকাল থেকে সোমবার (৪ অক্টোবর) থেকে আবার পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া পরীক্ষামূলকভাবে বয়া বসানো হয়েছে। ওই বয়ার দিক দিয়ে ফেরি চলাচল করবে যাতে কোনো সমস্যা না হয়। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭