বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ অক্টোবর ২০২১, ১০:৪২ রাত | অনলাইন সংস্করণ
|
এবার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সদ্য ছোড়া এ ক্ষেপণাস্ত্রটি একেবারেই নতুন বলে উল্লেখ করেছে দেশটি। স্থানীয় সময় আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়। কেসিএনএ জানায়, গতকাল বৃহস্পতিবার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয়। এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা যাচাই করা হয়েছে। এতে সংযোজন করা হয়েছে একেবারেই নতুন কিছু প্রযুক্তি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়ে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। আজ শুক্রবারই উত্তর কোরিয়াকে নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে দেশ তিনটির। সূত্র : এএফপি। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭