রাস্তার উদ্বোধনে রিকশাচালকের স্ত্রী, পাশে চেয়ারম্যান
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ অক্টোবর ২০২১, ১০:১০ রাত | অনলাইন সংস্করণ

রাস্তার উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে এসেছেন উপজেলা চেয়ারম্যান। সঙ্গে অনেক লোক। স্থানীয় জনপ্রতিনিধিরাও আছেন সেখান। ফিতা কেটে উদ্বোধন হবে রাস্তাটি। ফিতা কেচি এবং উপজেলা চেয়ারম্যন সাবই প্রস্তুত। এমন সময় জনগণ দেখলেন জনপ্রতিনিধির এক মহানুভভতা। নিজে রাস্তার উদ্বোধন না করে ফিতা কাটালেন এক রিকশাচালকের স্ত্রীকে দিয়ে। 

এমন ঘট্না ঘটেছে যশোরের মণিরাপুরের জলকর রোহিতায়। দুই লাখ টাকা ব্যয়ে সংস্কার হওয়া ৫০০ ফুটের একটি ইটের রাস্তা উদ্বোধন করেছেন স্বপ্না খাতুন। তিনি স্থানীয় রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী। 
এ সময় তার পাশেই ছিলেন উপজেলার রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার সরদার, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, আলতাফ হোসেন, শেখ রাশেদ আলী, ইউপি সদস্য মহিতুল হোসেন, মাস্টার দেবাশীষ বিশ্বাস প্রমুখ উপস্থিতি ছিলেন।

গত ৯ আগস্ট কর্দমাক্ত রাস্তায় এক নারীর রিকশা ঠেলার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ছবিতে দেখা যায়, কাদার মধ্য দিয়ে রিকশা টেনে নিচ্ছেন একজন পুরুষ। পেছন থেকে ঠেলছেন এক নারী। সেই নারী এই স্বপ্না খাতুন।

ভাইরাল ছবিটি দেখে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম রাস্তাটি পরিদর্শনে যান। তখন তিনি রাস্তাটি সলিং করার উদ্যোগ নেন। শুক্রবার নিজে উপস্থিত থেকে সেই রিকশাচালকের স্ত্রীকে দিয়ে ফিতা কাটিয়ে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করান।

উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, ফেসবুকে ছবিটি দেখে খুব খারাপ লেগেছিল। একজন নারী তার স্বামীর রিকশা ঠেলে মূল রাস্তায় তুলে দেন নিয়মিত। এরপরই এডিবির অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তাটি করে দিয়েছি। ভেবেছিলাম, প্রধানমন্ত্রীর জন্মদিনে সড়কটির উদ্বোধন করবো। কিন্তু অনেক প্রোগ্রাম থাকায় সেদিন সম্ভব হয়নি। স্বপ্না খাতুনকে দিয়েই রাস্তাটি উদ্বোধন করানো হয়েছে। কারণ এটি সংস্কারে তার ভূমিকাই সবচেয়ে বেশি।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭