সব রাজনৈতিক দল দুর্বিষহ সংকটে : ফখরুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ অক্টোবর ২০২১, ০৯:৩০ রাত | অনলাইন সংস্করণ

দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকায় শুধু বিএনপি নয়, সব দলই দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবার কুলখানি অনুষ্ঠানে শুক্রবার বিকেলে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা বলেন, ‘দেশে বিরোধী দলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো জায়গা পাচ্ছে না। ফলে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একটি দুর্বিষহ সংকট অতিক্রম করছে।’

এরপরও দলকে সুসংগঠিত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের সব অঙ্গসংগঠন এবং জেলা, উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সুসংগঠিত করা হচ্ছে। আমরা আশা করি, দলের সব সংগঠনের গঠন-প্রক্রিয়া দ্রুত সমাপ্ত হবে।’

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ নেবে না বলেও মন্তব্য করেন দলের মহাসচিব।

তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারেনি। সরকার জবরদস্তিমূলক ক্ষমতা দখল করে রাখায় তাদের অধীনে কোনো নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। যদি না একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়।

‘একই সঙ্গে সম্পূর্ণভাবে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন তৈরি করতে হবে। তাহলেই নির্বাচন করা সম্ভব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতারা।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭