অ্যাশেজ সিরিজ খেলবেন না জস বাটলার
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ অক্টোবর ২০২১, ০৭:২৪ বিকাল | অনলাইন সংস্করণ
|
পরিবারকে সাথে নিয়ে যাওয়ার অনুমতি না দিলে অ্যাশেজ সিরিজ না খেলার হুমকি দিলেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক জস বাটলার। তিনি জানান, অস্ট্রেলিয়া সফরের জন্য দ্রুতই কোভিড সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন জানিয়ে দেওয়া হোক। পরিবার সাথে না গেলে, অ্যাশেজে খেলা সম্ভব নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাটলার।
অ্যাশেজের নির্দিষ্ট কোয়ারেন্টাইন, জৈব-সুরক্ষা বলয় নিয়ে চিন্তিত বাটলারসহ অন্যান্য ক্রিকেটাররা। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাটলার। ৩১ বছর বয়সী বাটলার বলেন, 'অবশ্যই আমার জন্য জৈব-বলয় একটা সমস্যা। বিশ্বকাপ এবং অ্যাশেজে যদি ভালো খেলতে হয় তাহলে পরিবারকে চার-পাঁচ মাস ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব হবে না।আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে।'
অ্যাশেজের কোয়ারেন্টিন, জৈব-সুরক্ষা বলয় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটাদের সুবিধার্থে দ্রুতই সিদ্বান্ত নিবে বলে আশা করেন বাটলার, 'সিএ এবং ইসিবি নিশ্চয়ই ক্রিকেটারদের সুবিধার্থে সেরা সিদ্ধান্তই গ্রহণ করবে। প্রশ্নের উত্তর না থাকলে কোনো সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয় না। করোনাকালে এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর পাওয়া যায় না। হতে পারে এটি পরিবর্তনযোগ্য তবে বর্তমান সময়ে এটা বলা ভুল হবে। কিন্তু যতটা সম্ভব সম্ভাবনা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে।' |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭