রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩ রাত | অনলাইন সংস্করণ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

বুধবার সন্ধ্যার দিকে রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি নাইমুল হক।

ক্যাম্পে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

 

রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ে গড়ে তুলেছেন সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস।

এই সংগঠনের নেতা হিসেবে তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের হয়ে কথা বলেছেন বিশ্ব দরবারে।

তবে তিনি বেশি আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে। এরপর বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করলে তিনি এর বিরোধিতা করে প্রত্যাবাসন আটকে দেন।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭