যুক্তরাষ্ট্র সীমান্তে ১৪ মেক্সিকান সেনা আটক
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪০ দুপুর | অনলাইন সংস্করণ

সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঘটনায় মেক্সিকোর ১৪ সেনা সদস্যকে আটক করেছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। তবে কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। আটক মেক্সিকান সেনারা জানান, তারা যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তা বুঝতে পারেননি।

 

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় ১৪ সেনার মধ্যে ১৩ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি যুক্তরাষ্ট্র। তবে এক সেনার কাছে গাঁজা থাকায় তাকে জরিমানার আওতায় আনা হয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, রাতে এল পাসো শহরের আন্তর্জাতিক সীমান্ত ক্রসিংয়ের কাছে দায়িত্বপালন করছিলেন সিবিপির কর্মকর্তারা। মধ্যরাতের পরপরই তারা সেখানে মেক্সিকোর দু'টি সামরিক যান প্রবেশ করতে দেখেন। সামরিক যান দু'টি আন্তর্জাতিক সীমানা পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

 

বেশ কয়েক ঘণ্টা আটক থাকার পর ১৪ মেক্সিকান সেনা, তাদের অস্ত্র-সামরিক সরঞ্জাম ও গাড়ি ভোর ৫টার আগেই দেশে ফেরত পাঠানো হয় বলেও জানিয়েছে সিবিপি।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭