লিভারপুলকে রুখে দিল ব্রেন্টফোর্ড
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৩ দুপুর | অনলাইন সংস্করণ

৭৪ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা ব্রেন্টফোর্ড শনিবার বাংলাদেশ সময় রাতে চমক দেখাল। শুরু থেকে দারুণ খেলে লিভারপুলকে অস্বস্তিতে রাখে দলটি। শেষ পর্যন্ত দারুণ ফুটবল খেলে ইয়ুর্গেন ক্লপের দলকে রুখে দিয়েছে তারা।

 

ব্রেন্টফোর্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ম্যাচে ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় লিভারপুল, যার ৬টি লক্ষ্যে। নবাগত ব্রেন্টফোর্ডের ১২ শটের ৪টি লক্ষ্যে ছিল।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরুতেই জমে ওঠে ম্যাচ। ১০ম মিনিটে ডি-বক্সে ঢুকে চিপ শটে আলিসনকে ফাঁকি দেন স্বাগতিক ফরোয়ার্ড ব্রায়ান এমবিউমো। কিন্তু গোললাইন থেকে ফেরান লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপ।

 

২৭তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বলে ব্যাকহিল ফ্লিক করেন ইভান টনি। দূরের পোস্টে বাঁ পায়ের টোকায় জাল খুঁজে নেন অরক্ষিত ইথান পিনক। এর তিন মিনিট পরই অবশ্য সমতায় ফেরে লিভারপুল। সালাহ পাস দেন জর্ডান হেন্ডারসনকে। অধিনায়কের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান জটা।

 

বিরতির পর এগিয়ে যায় লিভারপুল। ফাবিনিয়োর ক্রসে কাছ থেকে গোলরক্ষককে ফাঁকি দেন সালাহ। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে এটি সালাহর শততম গোল। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে সালাহর গোল হলো ১০২টি, বাকি দুটি চেলসির হয়ে।

 

লিভারপুলের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রেন্টফোর্ড। ৬৩তম মিনিটে সমতায় ফেরে দলটি। সে সময় কাছ থেকে ইয়ানসনের প্রচেষ্টা ক্রসবারের নিচের দিকে লেগে ফেরার পর হেডে জালে পাঠান ভিটালি ইয়ানেল্ট। এর তিন মিনিট পরই আবার এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের বাইরে থেকে জোন্সের জোরালো শটে বল এক ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়।

 

৭৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সালাহ। ওয়ান-অন-ওয়ানে মিসরের এই ফরোয়ার্ডের চিপ শটে বল ওপরের জালে পড়ে। নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে আবারও সমতা ফেরায় স্বাগতিকরা। জটলার ভেতর বল পেয়ে কাছ থেকে আলিসনকে পরাস্ত করেন ইয়োয়ানে। একটু পর আরও একবার বল জালে পাঠায় তারা, তবে অফসাইডের কারণে গোল মেলেনি।

 

এ ড্রয়ে লিভারপুল ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। ম্যানচেস্টার সিটি ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে চেলসি।


প্রকাশক : মো: মিরাজুল ইসলাম
নির্বাহী সম্পাদক: শফিকুল ইসলাম

© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | আজ বাংলা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

ই-মেইল: ajbanglaonline@gmail.com

বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭