সুন্দরবন স্কোয়ার মার্কেটে অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা দাবি
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৯ বিকাল | অনলাইন সংস্করণ
|
সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে মার্কেটের ব্যবসায়ী সমিতি (রেজি নং ৪২০৩)। আজ শনিবার সমিতির সাধারণ সভায় ওই অসাধু চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রাজধানীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ৮ শতাধিক ব্যবসায়ী এ দাবি জানান। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মহানগর শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আবদুর রহমান, ব্যবসায়ি আরিফুর রহমান আরিফ, আলম মৃধা, রফিকুল ইসলাম মনির, হোসেন মনির, আলী আকবর, শাহ আলম, ফারুক আহমেদ প্রমুখ।
সভায় ডিএসসিসির নিয়ন্ত্রণাধীন এক যুগের বেশি সময় বেদখল থাকা ওই মার্কেটটিতে আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন পরিচালনার জন্য মো. আজিজুল হক দুলালকে প্রধান নির্বাচন কমিশনার ও আনোয়ারুল আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- খায়রুল ইসলাম রুবেল, ফারুক আহমেদ ও মোস্তাক আহম্মেদ। |
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭