স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চুরি করে পালানোর সময় দুর্ঘটনার শিকার
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৪ রাত | অনলাইন সংস্করণ
|
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ি চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে গাড়িটি হাসপাতালের ভেতর থেকে চুরি করে নিয়ে যায় চোর চক্র।
অনেক খোঁজাখুজি করে বৃহস্পতিবার সকালে বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে গাড়িটির সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, ভোরে দ্রুত চালাতে গিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে গাড়ি রেখেই চোর পালিয়ে যায়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন জানান, গাড়িটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশের তৎপতার কারণে গাড়িটি ফেলে রেখে গাড়ি চোর পালিয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি আর কোন তথ্য দেননি।
রাজনীতি/জেকে
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭