চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ আয়োজনের নিলামে অংশ নিল বিসিবি
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৭ রাত | অনলাইন সংস্করণ
|
আরও আগেই শোনা গিয়েছিল, নিকট ভবিষ্যতে আইসিসির একাধিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ। এর মাঝে আছে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ জানা গেল,চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরের আয়োজক হওয়ার জন্য এককভাবে নিলামে অংশ নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে মিলে বিড করা হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিডে আমরা আলাদাভাবে অংশগ্রহণ করেছি। এজন্য যে কয়টি স্টেডিয়াম দরকার তা আমাদের আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিড করেছি। এককভাবে আয়োজনের জন্য যে পরিমাণ স্টেডিয়াম দরকার তা আমাদের নেই, দুইটি দেশ মিলে করতে হবে। ওয়ানডেতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান মিলে বিড করেছি। আর টি-টোয়েন্টিতে করেছি শ্রীলঙ্কার সাথে।'
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হলে যতগুলো ভেন্যু আবশ্যক, তা বাংলাদেশে আছে। তাই এককভাবে বিড করেছে বিসিবি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও এসেছে সবুজ সংকেত। পাপন বলেন, 'সরকারের নির্ধারিত মন্ত্রণালয় থেকে কিছু নিশ্চয়তা দরকার ছিল। মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া সময়সাপেক্ষ। আনন্দের খবর একটাই- আমাদের দেশ থেকে সব গ্যারান্টি পেয়েছি। প্রথম পত্রই পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে। উনার স্বাক্ষর করা, সমস্ত গ্যারান্টি দিবে সরকার। এটা আমাদের জন্য বিরাট খবর। আমাদের এখানে কোনো বৈশ্বিক আসর হলে প্রধানমন্ত্রী তার সম্পূর্ণ দায়দায়িত্ব নিয়েছেন।'
রাজনীতি/জেকে
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭