স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া সেলিমের ফের বিএনপিতে যোগদান
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৩ রাত | অনলাইন সংস্করণ
|
তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি থেকে মেহেদী হাসান সেলিম স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার এক বছর পর পুনরায় বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার বিকেলে উপজেলার গাজীপুরস্থ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের তিতাস ভবন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভার মাধ্যমে উপস্থিত সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণের মতামতের ভিত্তিতে মেহেদী হাসান সেলিমকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার।
উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ওসমান গনি ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী কবির হোসেন সেন্টু। এছাড়াও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শুরুর আাগে উপস্থিত সকলের অবগতির জন্য সভাপতি সালাউদ্দিন সরকার বলেন ১১/৯/২০২১ইং তারিখে মেহেদী হাসান সেলিম পুনরায় দলে আসার জন্য এবং স্বপদে রাখার জন্য আবেদন করেছেন বলে জানালে,সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে মেহেদী হাসান সেলিম বলেন আমার পারিবারিক সমস্যা থাকার কারনে গত বছরের ১/৭/২০২০ ইং তারিখে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলাম। আজ আপনাদের সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি যদি কোনো প্রকার ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়ে সামনের দিন গুলোতে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করার সুযোগ করে দিবেন।
রাজনীতি/কেএম
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭