রাশিয়ায় পুতিনের দল ইউনাইটেড পার্টির বড় বিজয়!
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৪ রাত | অনলাইন সংস্করণ
|
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি বিজয় অর্জন করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, যদিও এই নির্বাচনে জালিয়াতির মারাত্মক অভিযোগ রয়েছে। রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৯৯ শতাংশ গণনাকৃত ভোটের মধ্যে ইউনাইটেড রাশিয়া পার্টি ৫০ শতাংশ ভোট পেয়েছে।
সে হিসেবে গতবারের থেকে পুতিনের পার্টির ভোট পাওয়ার হার কমেছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে তারা ৫৪ শতাংশ ভোট পেয়েছিল ইউনাইটেড রাশিয়া পার্টি। এছাড়া রাশিয়ার কমিউনিস্ট পার্টি ১৯ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে রাশিয়ার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে ইউনাইটেড রাশিয়ার পার্টির বিজয় মানেই সংসদের ৪৫০টি আসনের মধ্যে অন্তত দুই তৃতীয়াংশ তাদের দখলে থাকবে।এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, কমিউনিস্ট পার্টি যারা গত নির্বাচনের থেকে ৮ শতাংশ ভোট বেশি পেয়েছে।
কমিউনিস্ট পার্টি সংসদের পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টিকে সমর্থন দেয়। তবে তারাও বলছে এবারের নির্বাচন চরম জালিয়াতি হয়েছে।সোমবার আংশিক ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে ইউনাইটেড রাশিয়ার সমর্থকরা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনকে দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
৪৫০ আসনের রুশ পার্লামেন্টে বর্তমানে প্রায় তিন চতুর্থাংশই ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২০ সালে এই সংখ্যাগরিষ্ঠতার বলে সংবিধানে একটি নতুন সংস্কার আনা হয়। এতে ভ্লাদিমির পুতিনকে আরও দুই মেয়াদে অর্থাৎ, ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রাখা হয়।
পুতিন বিরোধীরা জানান, পুতিনকে আমৃত্যু ক্ষমতায় রাখার একটি অপকৌশল ছিল ওই সংস্কার। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) । রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ভোট গ্রহণ শেষ হয়।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়, এবারের নির্বাচনে ভোটের হার ৩৫ দশমিক ৭ শতাংশ । নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি ছাড়াও কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিপিআর দল অংশগ্রহণ করে।
রাজনীতি/জেকে
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭