শুধু ইভ্যালি নয়, প্রতারণা বাণিজ্যে আরো ৯ প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ রাত | অনলাইন সংস্করণ
|
শুধু ইভ্যালি নয়, আরও ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। ই-কমার্স খাতে দুটি গাইডলাইন থাকার পরও ইভ্যালির মতো প্রতিষ্ঠানের কারসাজির পর প্রশ্ন উঠেছে সামগ্রিক নজরদারি নিয়েই।
তবে ই-ক্যাব বলছে, তাদের নজরদারির কারণেই ইভ্যালিকে ধরা সম্ভব হয়েছে। ধীরে ধীরে এই খাতে সব প্রতারকদের শাস্তির আওতায় আনা হবে।
সাইক্লোন অফারের সাইক্লোনেই যেন ধ্বংস হলো ইভ্যালি। হাজার কোটি টাকার দেনা আর লক্ষ গ্রাহকের আর্থিক ক্ষতির দায় মাথায় নিয়ে রিমান্ডে রাসেল দম্পত্তি। আরেকটি যুবক-ডেস্টিনির গল্প তৈরি হবার শংকা অর্থনীতিবিদদের।
এখন দেখা যাচ্ছে শুধু ইভ্যালি নয়, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্টের মতন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও উঠেছে প্রতারণার অভিযোগ।
ইতিমধ্যে এদের ব্যাংক হিসেবে লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে ব্যান্ডভ্যালু নিয়ে শঙ্কায় নামী ই-কমার্স প্রতিষ্ঠান।
একটি নয়, ই-কমার্স খাতের আছে দুটো গাইডলাইন। সেই গাইডলাইনের ফাঁকগলে ই-ভ্যালির মতো প্রতিষ্ঠানের কারসাজি লজ্জার ও ব্যার্থতার বলছেন অর্থনীতিবিদরা
ই-ভ্যালির পর প্রতারণার বিরুদ্ধে আরো শক্ত অবস্থানে আছে দাবি করে ই-ক্যাব বলছে, যতধরণের দূর্বল ও প্রশ্নবিদ্ধ ই-কর্মাস সাইট আছে তাদের বিরুদ্ধ চলবে অভিযান। এজন্য ক্রেতাদের ভোক্তা অধিকারে অভিযোগ জানানোর অনুরোধ প্রতিষ্ঠানটির।
করোনাকালে যত উপরে উঠেছিলো ই-কমার্সখাত, গুটিকয় অসাধু প্রতিষ্ঠানের কারণে এখন তা নিম্নমুখি। তাই ক্রেতা থেকে মন্ত্রণালয়- সবার সহযোগিতা চেয়েছে ই-ক্যাব।
রাজনীতি/এসকে
|
ই-মেইল: ajbanglaonline@gmail.com
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭